Wednesday, March 18, 2015

‘একটি গণতান্ত্রিক সংবিধান প্রয়োজন’

সাক্ষাৎকার : ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
  
প্রশ্ন : দেশে চলমান রাজনৈতিক অস্থিরতাকে কীভাবে মূল্যায়ন করবেন?
উত্তর : প্রত্যেক সৎ অভিপ্রায়বিশিষ্ট নাগরিকমাত্রই চায় দেশে বিরাজমান রাজনৈতিক অসুস্থতার অবসান হোক। আমাদের দেশের বাইরের শুভাকাক্সক্ষীরাও তা চায়। সবাই চায় বাংলাদেশের অমিত সম্ভাবনা বাস্তবে রূপ লাভ করুক। কিন্তু জটিল অস্থিতিশীলতা আমাদের অর্জনের পথে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, এর থেকে উত্তরণের টেকসই সমাধান দুরূহ হয়ে পড়েছে। বাংলাদেশের রাজনীতি ও শাসনপ্রক্রিয়ার অভিনব কপট রীতিনীতি প্রতিপক্ষকে অস্বীকার করে চলছে এবং গুরুতর সঙ্কটকে আইনশৃঙ্খলার সমস্যা বলে কানাগলিতে নিয়ে নিঃশঙ্ক দেখাতে সচেষ্ট। শুধু তাই নয়, গভীরে প্রোথিত সঙ্কটকে পুরুষতান্ত্রিকতার ছদ্মবেশে দুই ‘যুদ্ধংদেহী বেগম’ এর মধ্যকার কাজিয়া হিসেবে বিবেচনা করে খারিজ করে দেয়ারও এক ধরনের প্রয়াস লক্ষণীয়। দেখা যায়, কেউ কেউ বেপরোয়া এ পরিস্থিতির মধ্যে ‘ব্যর্থ রাষ্ট্রের’ নজির খুঁজছেন; আবার কেউ নিজ দলীয় অবস্থানের কূপে আশ্রয় নিয়ে শুধু নির্বাচনের মধ্যে এ সঙ্কটকে সীমাবদ্ধ করে রাখেন। মূলত স্বার্থীয় অবস্থানের ওপর ভিত্তি করে সমর্থকরা মনগড়া অভিমত দিয়ে চলছেন। অন্যদিকে মূল সমস্যা এড়িয়ে যাওয়া হচ্ছে। এভাবে আসলে আমাদের জাতীয় বৈরিতা ও বিভক্তির প্রকাশ ঘটছে।